সুযোগ বুঝে নাঈমের বাজিমাত

বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটাররা। গল টেস্টের চতুর্থ দিনে আজ শুক্রবার (২০ জুন) সকালটা ভালোভাবে শুরু করেছিল বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়েন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। স্বাগতিক শ্রীলঙ্কা যখন লিড নেওয়ার পথে, তখন বাধা দিলেন নাঈম হাসান। বাংলাদেশি স্পিনারের সামনে ভেঙে পড়েছে লঙ্কান প্রতিরোধ। নাঈম তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের চতুর্থ ফাইফার।
গলের এই পিচ দিনের শুরু থেকেই স্পিনারদের উপযোগী হয়ে উঠছিল। নাঈম কাজে লাগিয়েছেন সেই সুযোগ। মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর স্বাগতিকদের বেশিক্ষণ টিকতে দেননি নাঈম। কামিন্দুকে ফিরিয়ে এনে দেন ব্রেক থ্রু। তাতে বদলে যায় প্রথম ইনিংসের মোমেন্টাম। ৮৭ রান করা কামিন্দুকে লিটন দাসের ক্যাচের পরিণত করেন নাঈম।
নাঈম এরপর শেষ করেন লঙ্কান লোয়ার অর্ডারকে। থারিন্ডু রত্নায়েকে এবং শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে লঙ্কানদের থামান ৪৮৫ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৯৫। নাঈমের স্পিন ঘূর্ণিতে বাংলাদেশ পায় ১০ রানের লিড।
এর আগে নাঈমের শিকার হয়েছিলেন দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। চান্দিমালের ব্যাট থেকে এসেছিল ৫৪ রান। ম্যাচের সবচেয়ে বড় জুটিটি ভেঙেছিলেন তিনি। পাথুম নিশাঙ্কার সঙ্গে চান্দিমালের ১৫৭ রানের সেই জুটি চালকের আসনে বসিয়েছিল লঙ্কানদের।
গল টেস্টের প্রথম ইনিংসে নাঈমের বোলিং ফিগার— ৪৩.২-৪-১২১-৫।