মিরাজ-লিটনের ব্যাটিং পজিশন নিয়ে যা জানা গেল

ওয়ানডে ক্রিকেটে তরুণদের নিয়ে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। তরুণদের এই নতুন শুরুটা ক্রিকেটের নবজাগরণ ঘটিয়ে আবার সুদিন ফিরিয়ে আনুক– এমনটাই হয়তো চাইছেন সমর্থকরা।
বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপান্ডবকে ছাড়া এই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ছিলেন মিডল অর্ডারে পরিচিত মুখ। দলের ভরসার জায়গা ছিলেন এই দুইজন। তারা না থাকায় এখন এই পজিশনের দায়িত্ব সামলাতে চান অধিনায়ক মিরাজ ও লিটন দাস। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানান দিলেন বাংলাদেশের নতুন ওডিআই অধিনায়ক।
এই প্রসঙ্গে মিরাজ বলেন, একসঙ্গে এত সিনিয়র খেলোয়াড় সরে যাওয়াটা দলের জন্য একটু কঠিন। তবে আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলোতে উন্নতি আনতে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তারা অবসর নিয়েছেন। দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন অভিজ্ঞ খেলোয়াড় নিতে পারি। অধিনায়ক হিসেবে আমার মনে হয় দুইটা জায়গার মধ্যে একটিতে নিজে ব্যাটিং করতে পারি। আরেক জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। কারণ সেখান থেকেই কিন্তু খেলাটাকে গড়তে হয়।
মিরাজের কথা অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজ থেকেই অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে মিডল অর্ডার সাজাতে চায় বাংলাদেশ। সেক্ষেত্রে এই সিরিজ থেকেই লিটন দাসকে ৪ নম্বর এবং অধিনায়ক মিরাজকে ৬ নম্বরে দেখা যেতে পারে।
আজ বুধবার (২ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে এই দুই দল। মিরাজের নেতৃত্বে এই নতুনের শুরুটা জয় দিয়েই হবে এমনটাই প্রত্যাশা।