বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশের স্বস্তি

অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। এই দুজনের জুটিতে ৩৮ ওভারে স্কোরবোর্ডে ২০০ রান তুলে ফেলে লঙ্কানরা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৬০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। তবে, তাকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ। তাসকিনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান। ভাঙে কুশলের সঙ্গে ১২৪ রানের জুটি।
এদিকে, সেঞ্চুরির দেখা পান কুশল মেন্ডিস। সেঞ্চুরি করতে খেলেছেন ৯৫ বল। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
তৃতীয় উইকেট পর্যন্ত পাল্লেকেলেতে দুই দলই সমানভাবে লড়ে যাচ্ছিল। কিন্তু চতুর্থ উইকেটে কুশাল ও আসালাঙ্কা রানের গতি বাড়িয়ে তুলেছে। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর থেকে মারমুখী হয়ে ওঠেন কুশল।
২১তম ওভারের শেষ বলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন কামিন্দু মেন্ডিস। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ২০ বলে ১৬ রান করেন তিনি। কামিন্দু ও কুশল মেন্ডিস ৩৮ বলে ৩১ রানের জুটি গড়েন।
বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কান ওপেনিং
পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে শ্রীলঙ্কা। টসে হেরে বোলিংয়ে নেমে চতুর্থ ওভারে লঙ্কানদের প্রথম উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।
৩.১ ওভারে তানজিম হাসান সাকিবের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন মাদুস্কা। ৬ বলে ১ রান করে ফিরেছেন এই লঙ্কান ওপেনার।
দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন কুশল ও নিশাঙ্কা। সেটি ভাঙেন তানভীর ইসলাম। ৩৫ রান করা নিশাঙ্কাকে পারভেজ হোসেন ইমনের ক্যাচ বানান তানভীর।
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
পাল্লেকেলের উইকেট পেস বোলিং সহায়ক। বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাসকিন-তানজিম-মুস্তাফিজ আছেন বাংলাদেশের পেস আক্রমণে। চোট থেকে ফিরে কলম্বোর স্পিন সহায়ক উইকেটে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তাসকিন।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
তৃতীয় ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় পাল্লেকেলেতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।