হামজা-শমিতদের র্যাংকিংয়ে অবনতি

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমনে একটা আলাদা উচ্ছ্বাস তৈরি হয়েছে। সেই উচ্ছ্বাসটা সবচেয়ে বেশি কাজ করেছিল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে। হামজা-শমিতরা সেই ম্যাচটি হারলেও মনোমুগ্ধকর খেলা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন, দেশের ফুটবল নিয়ে নতুন করে আশা জাগান তারা।
সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর র্যাংকিংয়ে এর প্রভাব পড়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) । ফুটবল নিয়ে এত উচ্ছ্বাসের মাঝেও বাংলাদেশকে দুঃসংবাদ পেতে হয়েছে। হামজা-শমিতদের অবনতি হয়েছে এক ধাপ। ৮৯৯.০১ রেটিং নিয়ে ১৮৩ থেকে ১৮৪ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।
জুন উইন্ডোতে দুটি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। ঘরের মাঠে তারা একটি ম্যাচে জয় পেয়েছে ও অপরটিতে হেরে গেছে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় প্রীতি ম্যাচে ২-০ গোলে ভুটানকে হারালেও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় জামালরা।
১৮৮৫.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে স্পেন ও তৃতীয় স্থানে ফ্রান্স। শীর্ষ ১০ এর মধ্যে পর্তুগাল একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ও জার্মানি ৯ নম্বরে এবং ক্রোয়েশিয়া ১০ নম্বরে উঠে এসেছে। অবনমন হয়েছে নেদারল্যান্ডসের, তারা একধাপ পিছিয়ে এখন ৭ নম্বরে। শীর্ষ ১০ থেকে বের হয়ে গেছে ইতালি।