রেকর্ড না ভাঙা প্রসঙ্গে মুল্ডারকে যা বললেন লারা

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে দলের ইনিংস ঘোষণা করেন। তিনি এমন একটি সুযোগ হাতছাড়া করেছেন যেটি সচরাচর আসে না। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের অপরাজিত ইনিংসটি তিনি সহজেই ভেঙে ফেলতে পারতেন। তবে কিংবদন্তির প্রতি সম্মান দেখিয়েই সেটি করেননি তিনি। কিন্ত ক্যারিবীয় কিংবদন্তি বলছেন রেকর্ডটি ভাঙা উচিত ছিল তার।
সংবাদমাধ্যম সুপারস্পোর্টসকে মুল্ডার বলেন, ‘পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি আমি। তিনি আমাকে বলেছেন, “আমি আমার লিগ্যাসি তৈরি করেছি, তাই উচিত ছিল সেই অনুযায়ী চেষ্টা করা।” তিনি বলেছেন, “রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য, ভবিষ্যতে এমন সুযোগ আসলে যেন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি এমনটিই আশা করেন তিনি।”
ক্যারিবিয়ান কিংবদন্তির মুখে এমন কথা শোনার পর মুল্ডার বলেন, ‘এটা তার একটি চমৎকার দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক কাজটাই করেছি এবং আমার কাছে খেলার প্রতি সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মুল্ডারের অপরাজিত ৩৬৭ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তার ইনিংসটি টেস্ট ইতিহাসেও পঞ্চম সর্বোচ্চ। মুল্ডার জানান দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডও তাকে বলেছিলেন, ‘এই বিশাল সংগ্রহগুলো কিংবদন্তিদের জন্যই রেখে দাও।’
টেস্ট ক্রিকেটে দুইবার ত্রিপল সেঞ্চুরি করা আরেক ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল ‘টকস্পোর্টকে’ দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মুল্ডার মনে হয় ঘাবড়ে গিয়েছিল এবং জীবনে একবারই আসে এমন সুযোগ ছেড়ে দিয়ে সে ভুল করেছে। যদি আমি কখনো ৪০০ করার সুযোগ পেতাম, তাহলে অবশ্যই করতাম।’
গেইল আরও বলেন, ‘এমন সুযোগ বারবার আসেনা। আপনি জানেন না আবার কবে আপনি ট্রিপল সেঞ্চুরি করতে পারবেন। যেকোন সময় এরকম একটা সুযোগ আসতে পারে, তখন সেটা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করা উচিত। আপনি যদি কিংবদন্তি হতে চান... তাহলে কিভাবে কিংবদন্তি হবেন? রেকর্ড তো কিংবদন্তি হওয়ার সঙ্গেই আসে।’