সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ
বৃষ্টি এলে বাংলাদেশের সামনে সমীকরণ কী?

ঢাকায় চলছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ সোমবার (২১ জুলাই) শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। টুর্নামেন্টের ফাইনাল না থাকলেও এটি অঘোষিত ফাইনাল। আজ জিতলে বা ড্র করলে শিরোপা বাংলাদেশের। হারলে শ্রেষ্ঠত্ব যাবে নেপালের ঘরে।
এই ম্যাচ দিয়ে আবারও মূল ভেন্যু কিংস অ্যারেনায় ফিরছে খেলা। টুর্নামেন্টের মাঝপথে বৈরি আবহাওয়ার কারণে খেলা সরিয়ে নেওয়া হয় বসুন্ধরার অনুশীলন মাঠে। বাংলাদেশ তো একটি ম্যাচের দুই অর্ধ খেলেছে দুই ভেন্যুতে।
ঢাকার আকাশে আজ বৃষ্টির আনাগোনা না থাকলেও ঘনঘোর বর্ষায় যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। সেক্ষেত্রে বৃষ্টি হলে কী হবে? যেহেতু বিকল্প ভেন্যু আছে, তাই চিন্তা কম। তাছাড়া, ভারী বর্ষণ না হলে কিংস অ্যারেনাতেই চালিয়ে যাওয়া হবে ম্যাচ। এরপরও পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে দুদলের।
টানা পাঁচ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১৫। চার জয়ে নেপালের ১২। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে বাংলাদেশ। কিংস অ্যারেনাতে জিতেছিল ৩-২ গোলের ব্যবধানে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো ফাইনাল ম্যাচ নেই। সবাই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টের শীর্ষে থাকা দল পাবে শিরোপার স্বাদ। সেই হিসেবে আজকের ম্যাচটি হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল।