জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন

স্কুল শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে ‘জানুক সবাই, দেখাও তুমি’ স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৫। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে চলতি মাসে সারা দেশে শুরু হয় এই প্রতিযোগিতা।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনে শুরু হয়েছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে সাতটি বিভাগ এবং ঢাকা মহানগরসহ আটটি আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা। তাদের মধ্য থেকেই চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে।
চূড়ান্ত পর্বে সর্বমোট ৯৯১ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আইসিটি কুইজে (জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি) ৮০৩ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় (সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরি) ১৯০ জন অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ইসিই ভবনের সামনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়েই ডিজিটাল বাংলাদেশ তৈরি হবে। আগামীতে বাংলাদেশ সফটওয়্যার তৈরি করে বিদেশে রপ্তানি করবে।’
চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। উদ্বোধন ঘোষণার আগে নিজ বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। এবারই প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর পর থেকে প্রতিবছর এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা।’
সচিব বলেন, ‘সারা দেশে দুই হাজার কম্পিউটার ক্লাব তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি তৈরি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে শিক্ষার্থীরা নয়টি ভাষা শেখার সুযোগ পাবে।’
গত ৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঢাকা মহানগর আঞ্চলিক পর্ব দিয়ে এ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। এর পর সারা দেশে আটটি অঞ্চলে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরো অনেকে।