সাবেক প্রিয়কে ভুলতে ফেসবুক!

মানুষকে কাছে আনার ব্রত নিয়েই শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই ফেসবুকই এখন কোনো মানুষকে ভুলে যেতে সহায়তা করবে। মূলত কারো সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া ভুলতেই কোনো ফেসবুক ব্যবহারকারী এই সেবা নিতে পারবেন।
ফেসবুক ব্যবহার করতে গেলে সাবেক সঙ্গীর বর্তমান ও অতীত বিষয়গুলো চোখে পড়বেই। আবার তাঁকে ব্লক করে দিলেও তাঁর বন্ধুদের থেকে সাবেক সঙ্গীর কোনো বিষয় জানা হবে। তবে ফেসবুকের সেবা নিয়ে ওই সাবেককে এড়ানো সম্ভব হবে।
ফেসবুক পণ্য ব্যবস্থাপনা বিষয়ক ব্যবস্থাপক কেলি উইন্টার বলেন, এমন একটি ‘টুলে’র পরীক্ষা চলছে যা ফেসবুকে কোনো ব্যবহারকারীকে তাঁর কেনো একসময়ের প্রিয় মানুষকে ভুলে যেতে সাহায্য করবে।
কেলি উইন্টার আরো বলেন, ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ বদলের সঙ্গে সঙ্গে কোনো ব্যবহারকারীকে নির্দিষ্ট টুল ব্যবহার করার সুযোগ দেওয়া হবে। এই ‘টুল’ ব্যবহারের পর সাবেক ওই ব্যক্তিকে ব্লক করা ছাড়াই তাঁর সম্পর্কে তথ্য জানানো সীমিত হয়ে যাবে। ওই ব্যক্তির কোনো পোস্ট, সংবাদ ও বার্তা আসা বন্ধ হয়ে যায়। এমনকি কোনো ফটোতে ট্যাগ করলে সেটিও প্রদর্শিত হবে না।
এরই মধ্যে মোবাইলে ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা সাবেক প্রিয় মানুষকে ভোলার ‘টুল’ ব্যবহারের সুযোগ পেয়েছেন।
ফেসবুক পণ্য ব্যবস্থাপনা বিষয়ক ব্যবস্থাপক কেলি উইন্টার আশা করেন, ফেসবুকের নতুন টুল মানুষের মধ্যে সম্পর্কবিষয়ক সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে।