মার্কিন গোয়েন্দাপ্রধানের অ্যাকাউন্ট হ্যাক!

মাত্র কয়েক মাস আগেই হ্যাক করা হয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন ব্রেনানের অ্যাকাউন্ট। এবার হ্যাক করা হয়েছে ন্যাশনাল ইন্টেলিজেন্স (এনআই)-এর পরিচালক জেমস ক্ল্যাপারের ব্যক্তিগত অ্যাকাউন্ট। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি ও মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
গতকাল মঙ্গলবার জেমস ক্ল্যাপারের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয় বলে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে এনআইয়ের মুখপাত্র ব্রায়ান হেল বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।’
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্র্যাকা নামে একজন কিশোর হ্যাকার ক্ল্যাপারের ব্যক্তিগত টেলিফোন এবং ইন্টারনেট অ্যাকাউন্টগুলো হ্যাক করার দাবি করেছে। ওই হ্যাকারের দাবি, ক্ল্যাপার এবং তার স্ত্রীর ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ড জানিয়েছে, গোয়েন্দাপ্রধান ক্ল্যাপারের ভেরিজন অ্যাকাউন্টও হ্যাক করেছে হ্যাকার ক্র্যাকা।
হ্যাকার ক্র্যাকা নিজেকে ‘ক্র্যাকাস উইথ অ্যাটিচুড’ হ্যাকার গ্রুপের একজন সদস্য হিসেবে দাবি করেছে। এই হ্যাকার গ্রুপটিই সিআইএ-প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করেছিল।
গ্রুপটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই গ্রুপের সব হ্যাকারই স্কুলপড়ুয়া কিশোর।