বহুমাত্রিক সুবিধা নিয়ে এলো সোশ্যালনেট ডটকম ডটবিডি

বহুমাত্রিক সুযোগ-সুবিধা নিয়ে এলো নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালনেট ডটকম ডটবিডি(socialnet.com.bd)। সহজে ছবি দেওয়া আর ‘স্ট্যাটাস আপডেট’ সুবিধার পাশাপাশি পণ্য কেনা বেচা, চাকরি, স্বাস্থ্যসহ বিভিন্ন খোঁজ খবরের সুবিধা নিয়ে এসেছে সোশ্যালনেট ডটকম ডটবিডি।
আজ বৃহস্পতিবার এ যোগাযোগ মাধ্যমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোশ্যালনেট ডটকম ডটবিডি পণ্যের বেচা-কেনা, চাকরি খোঁজা, চ্যাট বক্সে কল কনফারেন্স, ইলার্নিং ও ইহেলথ সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা আর ফটো ও ভিডিও সুবিধা দিয়েছে। ব্লগিং আর চাকরির বাজারের জন্য এখানেই আছে যাবতীয় সুবিধা।
উদ্যোক্তারা জানিয়েছেন, নিজস্ব পেইজ খোলা, ব্লগিং করা আর শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন দেওয়ার সুযোগও আছে এখানে। নতুন নতুন আরো ফিচার যুক্ত করার কাজও চলছে সমানতালে। সোশ্যালনেট ডটকম ডটবিডি ইতিমধ্যে একটি অ্যানড্রয়েট অ্যাপও চালু করেছে, চলছে আইওএস অ্যাপ তৈরির কাজ।
উদ্যোক্তারা জানিয়েছেন, ১৩ বছর বা তার বেশি বয়সীমানুষ এটি ব্যবহার করতে পারবে সহজেই। ব্যবহারকারীর অ্যাকাউন্ট সঠিক নিশ্চিত হওয়ার পরই যুক্ত হওয়া যাবে সোশ্যালনেটে। এ ছাড়া সোশ্যালনেট ডটকম ডটবিডি ব্যবহারকারীদের জন্য ‘রিওয়ার্ড’ সুবিধাও থাকছে। এই ‘রিওয়ার্ড পয়েন্টে’র ভিত্তিতে ব্যবহারকারীদের দেওয়া হবে ‘গিফট ভাউচার’।
যোগাযোগ মাধ্যমটির অন্যতম উদ্যোক্তা ড. সাইদ মাহতাব বলেন, ‘একটি আধুনিক ও পরিচ্ছন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সোশ্যালনেট ডটকম ডটবিডি। এই সাইট সব বয়সী মানুষের জন্য নিরাপদ।’ তিনি বলেন, ‘সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি, অশালীন মন্তব্য, ধর্মীয় উসকানি আর সামাজিক তিক্ততা ছড়ানোর অনেক অভিযোগ থাকে, কিন্তু এই সাইট তা থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ আমাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল সামাজিক পরিবেশ-পরিস্থিতি আর যৌক্তিকতা বিবেচনা করে আপত্তিকর সব পোস্ট দ্রুত সরিয়ে নিতে পারবে।’