হাসপাতালে রোবট রাঁধুনি, সক্রিয় থাকে ২৪ ঘণ্টা
জার্মানির এক হাসপাতালে খাবার তৈরি করছে রোবট। খাদ্য শিল্পে শ্রমের ঘাটতি দূর করতে ভবিষ্যত রান্নাঘরে রোবটের ব্যবহার বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জার্মানির ট্যুবিঙ্গেন শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাঁধুনি হিসেবে কাজ করছে রোবট। এটি একই সময়ে আটটি খাবার তৈরি করতে পারে। দুই হাত এবং অত্যাধুনিক এআই-চালিত সফটওয়্যার থাকা রোবটটি দিনে সর্বোচ্চ তিন হাজার খাবার তৈরি করতে পারে এবং তাত্ত্বিক হিসেবে...
সর্বাধিক ক্লিক