ভার্চুয়াল ডিবেট হলে অংশ গ্রহণ করব না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো করোনামুক্ত হননি, তবু সরাসরি নির্বাচনী বিতর্কে অংশ নিতে চান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামনের সপ্তাহের ডিবেট ভার্চুয়ালে হলে তিনি ইন্টারনেটে অংশ নেবেন না।
ফক্স বিজনেসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘নাহ, আমি ভার্চুয়াল ডিবেটে অংশ নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না।’
‘ডিবেট বলতে যা বোঝায়, এটি তা নয়।’
ট্রাম্প হাসপাতাল ছাড়ার পরের দিনই বলেন, ‘মিয়ামির ১৫ অক্টোবরের ডিবেটের অপেক্ষায় আছি। দারুণ একটা বিষয় হবে।’
ট্রাম্প বিতর্কে আসার কথা বললেও চিকিৎসকরা জানিয়েছেন, সামনের বৃহস্পতিবার পর্যন্ত তাঁর শরীরে করোনা থাকতে পারে।
ওদিকে জো বাইডেন বলছেন, ‘বিশেষজ্ঞরা যা বলবেন, আমি তাই করব।’
কমিশন জানিয়েছে, তারা পরবর্তী ডিবেট ইন্টারনেটের মাধ্যমে আয়োজন করতে চায়। ট্রাম্প আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউসে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনা। মঙ্গলবার নতুন এই রোগটিতে আক্রান্ত হয়েছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। এর আগে একাধিক কর্মকর্তার পজিটিভ হওয়ার খবর আসে।