মোদির জন্মদিনে রেকর্ড দুই কোটি ডোজ টিকা দিল ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে জনগনকে রেকর্ড সংখ্যক দুই কোটির বেশি ডোজ টিকা দিয়েছে ভারত। এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ টিকার প্রয়োগ।
এর আগে গত ২৭ আগস্ট দেশটিতে রেকর্ড এক কোটি ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়। শুক্রবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।
ভারত ২০২১ সালের মধ্যে টিকাদানে যোগ্য সব ভারতীয়কে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে তাদের এই টিকাদান কর্মসূচির বর্তমান অগ্রগতি ধরে রাখতে হবে। দেশটিতে এখন পর্যন্ত অনুমোদিত তিন টিকার মোট ৭৮ দশমিক ৭ কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে।
সরকারি তথ্য বলছে, টিকাদানে যোগ্য জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রায় ৫৮ দশমিক ৮ কোটি মানুষ অন্তত করোনার টিকার এক ডোজ গ্রহণ করেছেন। বাকি ১৯ দশমিক ৫ কোটি মানুষ দুই ডোজ নিয়েছেন।

তবে, জানুয়ারিতে গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর দেশটির মাত্র ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। এ ছাড়াও দেশটির ধনী ও বড় রাজ্যগুলোর তুলনায় গরিব ও ছোট রাজ্যগুলোতে টিকা প্রয়োগে বৈষম্য রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে ভারত গড়ে প্রতিদিন ৪৩ লাখ ডোজ টিকা দিয়েছে, যা আগস্টে বেড়ে হয়েছে প্রায় ৬০ লাখ। এ ছাড়া সেপ্টেম্বরে তারা প্রতিদিন গড়ে ৭৪ লাখ ডোজ টিকা দিচ্ছে।