শুধু ছলচাতুরিই এ নির্বাচনে আমাকে হারাতে পারে : বাইডেন

মার্কিন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, কেবল ছলচাতুরিই তাঁকে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থীর কাছে হারাতে পারে। তবে নির্বাচনের ফল যাই হোক তিনি তা মেনে নেবেন বলেও জানান বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচারণায় গিয়ে এসব কথা বলেন বাইডেন। ব্যাটলগ্রাউন্ড রাজ্যটিতে অবশ্য জিততে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট দেওয়া নিশ্চিত করুন। কারণ ভোট কেন্দ্র সংশ্লিষ্ট প্রতারণা ও ছলচাতুরিই কেবল এ নির্বাচনে আমাদের হারাতে পারে।’
ট্রাম্পের বক্তব্যের রেফারেন্স দিয়ে বাইডেন বলেন, তিনি ভোটদানের প্রতি নিরুৎসাহিত করছেন। ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে সন্দেহ-অবিশ্বাস তৈরি করেছেন এবং ভোটারদের ভীতি প্রদর্শনে রিপাবলিকান ভোট পর্যবেক্ষকদের উৎসাহ দিচ্ছেন। এ ছাড়া নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, এমন প্রশ্নে উত্তর না দিয়ে বার বার এড়িয়ে গেছেন ট্রাম্প।
পেনসিলভানিয়া ছেড়ে যাওয়ার আগে বাইডেন সাংবাদিকদের বলেন, তাঁর মন্তব্যের ভিন্ন অর্থ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি এই নির্বাচনের ফলাফল মেনে নেব।’ এর আগে বাইডেন বলেছিলেন, তাঁর একমাত্র বড় উদ্বেগ হচ্ছে বিজয় ‘ছিনিয়ে’ নেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।
ভোটের দিনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা-সহিংসতা প্রতিরোধে তাঁর প্রচারণাশিবির শত শত আইনজীবী ও স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। ট্রাম্পশিবির অবশ্য বলছে বাইডেন মিথ্যা বলছেন এবং ভীতি ছড়াচ্ছেন।