প্রাণ বাজি রেখে কলেজছাত্রীকে বাঁচালেন রেলওয়ে কর্মী

চীনের ফুজিয়ান প্রদেশের পুতিয়ান এলাকার একটি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত কিছু লোক। কিছুক্ষণ পরই এলো প্রতীক্ষিত ট্রেন। সেই ট্রেনটি দেখামাত্রই রেললাইনের ওপর লাফ দিল এক কলেজছাত্রী। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছিল ওই কিশোরী। ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এক পুরুষ। পেছন থেকে জড়িয়ে ধরিয়ে রক্ষা করলেন ওই কিশোরীকে।
গত ১০ মে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত স্টেশনটিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) প্রতিবেদনে বলা হয়, নিজের জীবন বাজি রেখে তরুণীর জীবন রক্ষাকারী ব্যক্তির নাম ওয়েং জিয়াংঝং। তিনি রেলওয়ের একজন কর্মী।
সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়, রেলওয়ে স্টেশনে থাকা একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনার চিত্র। এতে দেখা যায়, কিশোরী আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই ওয়েং জিয়ানঝং পেছন থেকে সেই কিশোরীকে জাপটে ধরে শুয়ে পড়েন। এ সময় তিনি মাথায় কংক্রিটের আঘাতে সামান্য আহত হলেও কিশোরীকে রক্ষা করতে পেরেছেন।
রেললাইন থেকে কিশোরীকে সরানোর কিছুক্ষণের মধ্যেই স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। এরপর দুজনের সাহায্যে এগিয়ে আসেন আশপাশে থাকা লোকজন।