স্পেনে আরেকটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনার ব্যস্ততম পর্যটন এলাকায় ভ্যান উঠিয়ে ১৩ জনকে হত্যার পর একই ধরনের আরেকটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্পেনের পুলিশ জানিয়েছে, বার্সেলোনার কাছে সমুদ্র উপকূলবর্তী ক্যামব্রিলসে দ্বিতীয় হামলার পরিকল্পনা প্রতিরোধ করা গেছে। এ সময় পাঁচ হামলাকারীও নিহত হয়।
‘হামলাকারীরা বিস্ফোরক বেল্ট পরে ছিল’, বলছে স্পেনের পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বার্সেলোনার লাস র্যাম্বলাস এলাকায় জনতার ওপর সাদা ভ্যান তুলে দেয় এক সন্ত্রাসী। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও ১০০ জন আহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিজেদের বার্তা সংস্থা আমাকে এই দায় স্বীকার করে। আইএসের বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা হামলার হত্যাকারীরা আইএসের সেনা।’
বার্সেলোনা ও ক্যামব্রিলসের হামলার যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এর আগে বুধবার রাতে আলকানার শহরের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একজন মারা যান।
পুলিশপ্রধান জোসেফ লুইজ ত্রাপারো বলেন, আলকানার বাড়িটির বিস্ফোরণের ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে। বিস্ফোরকগুলো সেখানেই প্রস্তুত করা হয়ে থাকতে পারে।
শুক্রবার ভোরে ক্যামব্রিলসের রাস্তায় একটি দ্রুতগামী গাড়ি উল্টে যায়। সেখান থেকে বেরিয়ে এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বলে স্প্যানিশ গণমাধ্যমে বলা হয়েছে।
কাতালোনের জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত সাতজন আহত হয়েছে। বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমের সৈকতের পর্যটন শহর ক্যামব্রিলসের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। পুলিশ সেখানে পাওয়া বিস্ফোরক বেল্ট নিষ্ক্রিয় করার কাজ করছে।
স্পেনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্সেলোনায় হামলার সন্দেহভাজন ওই ভ্যানচালককে এখনো খুঁজছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মধ্যে ভ্যানচালক নেই। পুরো শহর ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
এরই মধ্যে পুলিশ এক যুবকের নাম ও ছবি প্রকাশ করেছে। দ্রিসো ওবাকির নামের ওই যুবকই হামলায় ব্যবহৃত ভ্যানটি ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ২০ বছরের যুবক ওবাকির জন্ম মরক্কোতে।