ইরাকে জোড়া বিস্ফোরণে নিহত ৫৮

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
পুলিশ ও চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার প্রথম বিস্ফোরণটি হয় দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবা থেকে চার কিলোমিটার উত্তরে হুওয়াইদার এলাকার একটি বাজারে। এতে কমপক্ষে ৫১ জন নিহত ও ৮০ জন আহত হয়।
দিয়ালা পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ আল-তামিমি জানান, হামলাকারী এমন একটি গাড়ি ব্যবহার করেছেন, যেটি দেখে মনে হতে পারে, বিয়ের উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। সেই গাড়ি নিয়ে তিনি তল্লাশি চৌকি পাড়ি দিয়ে জনাকীর্ণ মার্কেটে যান। সেখানে গিয়ে গাড়িবোমার বিস্ফোরণ ঘটান।
বাকুবার পূর্বাঞ্চলে পৃথক আরেকটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়। এতে আহত হয় কমপক্ষে ২৫ জন।
ওই দুই হামলারই দায় স্বীকার করেছে ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শিয়া মিলিশিয়াদের সংগঠন ‘হাশিদ শাবি’র সমর্থক কিছু সেনা ও স্বেচ্ছাসেবী দিয়ালার একটি তল্লাশি চৌকিতে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল। তাদের লক্ষ্য করে একটি হামলা চালানো হয়েছে।
ইরাকের বিভিন্ন স্থানে শিয়াদের লক্ষ্য করে এর আগে বহু হামলা চালিয়েছে সুন্নি জঙ্গিদের সংগঠন আইএস। সোমবারের হামলায়ও শিয়াদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে।