ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার ওয়াইতি জেলায় নির্মাণকাজে ব্যবহৃত যান দুর্ঘটনায় এই চার বাংলাদেশি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন বাংলাদেশি। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টাইমস অব ওমান জানিয়েছে, সাতজন বাংলাদেশি শ্রমিক একটি নির্মাণকাজে ব্যবহৃত যানে (জেসিবি মেশিন) চড়ে কর্মক্ষেত্রে যাচ্ছিল। পথে যানের একটি অংশ খুলে পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
আহতদের দেশটির রাজধানীর সরকারি হাসপাতাল মাস্কাটে ভর্তি করা হয়েছে। চারজনের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ওমান আরো জানিয়েছে, অনভিজ্ঞ চালকের কারণেই নির্মাণকাজে ব্যাবহৃত জেবিসি মেশিনটি দুর্ঘটনায় পড়ে।