সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর

সিরিয়ায় কিছু অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দুই ঘণ্টা পর থেকেই দামেস্ক ও পূর্ব গোওটাসহ দেশটির কিছু অঞ্চলে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
বিবিসি জানিয়েছে, কয়েকদিন ধরেই দেশটির আলেপ্পো শহরে বাশার আল আসাদ সমর্থিত সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এই যুদ্ধবিরতি মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতি আহ্বান করা হয়। এটি ২৪ ঘণ্টা স্থায়ী হওয়ার কথা। আর সিরিয়ার উত্তরাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই যুদ্ধবিরতি ৭২ ঘণ্টা স্থায়ী হওয়ার কথা। তবে যুদ্ধবিরতির কোনো সাময়িকভাবে করা হলো এর কারণ জানানো হয়নি।
জানা গেছে, আলেপ্পো শহরে গত শুক্রবারও সরকার নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। মাল্লা খান মসজিদে রকেটটির বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। আর বিদ্রোহী এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। এর আগে অপর একটি বিমান হামলায় ওই এলাকার একটি হাসপাতাল বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত আবাসিক এলাকার ওপর সরকারি বাহিনীর বিমান থেকে ক্রুড ব্যারেল বোমা ফেলা হয়। অব্যাহত হামলার কারণে ওই এলাকার উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে, সাময়িক যুদ্ধবিরতির কাছে নির্দিষ্ট এলাকাগুলোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হবে।