সিরিয়ার ইদলিবে বিমান হামলা, নিহত ২৬

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি স্কুল ও আশপাশের এলাকায় বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার এ হামলা হয়।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইদলিবের হাস গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর শিকার হয় স্কুলটিও।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘মৃত শিশুরা শিক্ষার্থী আর বিমানগুলো রাশিয়ার বলে মনে করা হচ্ছে।’
বেসরকারি সংগঠন ইদলিব মিডিয়া সেন্টারের এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় গ্রামটিতে এ হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী বলেন, বিমান হামলার খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এর পর বাড়ি যাওয়ার পথে স্কুলের গেটে হামলার শিকার হয় শিক্ষার্থীরা।
সিরিয়ান অবজারভেটরি শুরুতে দুটি স্কুল হামলায় আক্রান্ত হয় বলে জানিয়েছিল। পরবর্তী সময়ে কয়েকটি ভবন থাকা একটি স্কুলে হামলা হয়েছে।