অর্থের বিনিময়ে ইইউর কোনো দেশে নাগরিকত্বের সুযোগ শেষ

গোল্ডেন পাসপোর্ট বা অর্থের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে নাগরিক হওয়ার শেষ সুযোগটি সম্প্রতি বন্ধ করে দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত৷ কিন্তু এভাবে অর্থ উপার্জনের বিকল্প কিছু সুযোগ দেশগুলোর সামনে এখনো রয়ে গেছে।২৯ এপ্রিল ইউরোপীয় বিচার আদালত (ইসিজে)-র দেওয়া রায় শুরুতে বিশ্বাসই হয়নি মানুয়েল ডেলিয়ার৷ এমন রায় পাওয়ার জন্য আরো বছরের পর বছর লড়তে রাজি ছিলেন তিনি৷ ডেলিয়া বলেন, ‘‘আমি চিৎকার করে উঠলাম৷...