বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানকেও জবাব দেবে ইসরায়েল

বেন গুরিয়ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানকেও জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গতকাল রোববার (৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, হুথিদের এই হামলার পেছনে রয়েছে ইরান। শুধু হুথিদের নয়, তাদের মদতদাতাদেরও জবাব দেবে ইসরায়েল।
এর পাল্টা জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তাহলে তেহরান তাদের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে। তিনি দাবি করেন-হুথিরা তাদের সিদ্ধান্ত নিজেরাই নেয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, হামলার লক্ষ্যবস্তু বেন গুরিয়ন বিমানবন্দর আর প্লেন চলাচলের জন্য নিরাপদ নয়। তারা ইসরায়েলের ওপর পূর্ণ আকাশ অবরোধ চাপাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
এর আগে গতকাল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানায়, এ হামলায় ছয়জন আহত হয়েছেন।

এক ভিডিও বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা আগেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটি এক-বার করা হবে না, তবে হামলা হবে।’