কনক্লেভের দ্বিতীয় দিনেও ‘কালো ধোঁয়া’, পোপ নির্বাচনে ফের ভোট শুরু

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে ভোটাভুটির দ্বিতীয় দিনেও এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কার্ডিনালরা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৮ মে) মধ্যাহ্নভোজের বিরতি শেষে সিস্টিন চ্যাপেলে পুনরায় ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। খবর বিবিসির।
আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে আরও দুবার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) এবং যদি তাতেও কোনো সিদ্ধান্ত না আসে তবে রাত ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) আবারও ভোট হবে।
আজ সকালের ১৩৩ জন কার্ডিনালের ভোটে কেউই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পাননি। এদিন সিস্টিন চ্যাপেলের ছাদের ছোট চিমনিতে থেকে উঠেছে কালো ধোঁয়া—যা বোঝায়, ভোটে এখনও কেউ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি। ফলে নির্বাচিত হননি নতুন পোপ।
নতুন পোপ নির্বাচনের জন্য এই কনক্লেভে ৮৯টি ভোট পেতে হয়। এই প্রক্রিয়া সাধারণত বেশ সময় নেয়। সাম্প্রতিক কয়েকটি কনক্লেভের গড় সময় লেগেছিল তিন দিন ও সাতবার ভোটাভুটি। যদি আজকের মধ্যে নতুন পোপ নির্বাচিত না হন, তবে আগামীকাল আরও চারটি পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

ভোট দেওয়ার পদ্ধতিটি অবশ্য সহজ। প্রত্যেক কার্ডিনাল লাতিন ভাষায় ‘আমি সুপ্রিম পন্টিফ হিসাবে নির্বাচন করি’ লেখা একটি ছোট কার্ডে তাদের পছন্দের প্রার্থীর নাম যোগ করেন। এরপর তারা জ্যেষ্ঠতার ক্রমে হেঁটে গিয়ে একটি বড় রূপালী ও সোনালী রঙের পাত্রে জমা দেন। ক্যাথলিক বিশ্বের নতুন ধর্মগুরু নির্বাচনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে বিশ্ব।