ভারতের তিন সেনাঘাঁটিতে পাকিস্তানের হামলা, ২৪ বিমানবন্দর বন্ধ

ভারতের জম্মু, পাঠানকোট, উধমপুরের সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করছে ভারতীয় সেনাবাহিনী। হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও সিয়ালকোটে পাল্টা আক্রমণ চালাচ্ছে। নিরাপত্তার কারণে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে ভারত।
আজ বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে জম্মু শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। খবর এনডিটিভির।
জম্মুর পাশাপাশি রাজস্থান ও পাঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার হামলা করা হয়। পাকিস্তানের হামলার শুরুতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন।
স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে এসব শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোবাইলফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজে আকাশে আলোর ঝলক দেখা গেছে।
এটিকে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলোকে প্রতিহত করার ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। জম্মু ছাড়াও প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আন্তর্জাতিক সীমান্ত এলাকা সাম্বা ও আখ্নূরে ইতোমধ্যেই তীব্র গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাঠানকোটে পাকিস্তানি বিমানবাহিনীর একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সরকারিভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি।
রাজস্থানের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘুরে ঘুরে সতর্ক করছে পুলিশ। সীমান্ত সংলগ্ন জয়সলমেঢ়, বারমেরেও টহল দিচ্ছে তারা। নাগরিকদের সতর্ক করছে। লুধিয়ানা রাজ্যেও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের ঘরে থাকতে বলছে প্রশাসন।
বন্ধ ভারতের ২৪ বিমানবন্দর
পাকিস্তানের হামলার পরে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরগুলো হলো অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়লা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমেঢ়, জোধপুর, বিকানেল, হলওয়ারা, পাঠানকোট, জম্মু, লেহ্, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা ও ভূজ।
অপরদিকে পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ।
ধর্মশালায় আইপিএলের ম্যাচ বাতিল
পাকিস্তানের হামলার পর ধর্মশালায় চলমান আইপিএলের ম্যাচ বাতিল করা হয়েছে। মাঠের আলো নিভিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোন
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তীব্র হতেই দুই দেশের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে ফোন করেছেন। পরে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। দুই দেশের মধ্যে উত্তেজনার নিরশন চাইছে ওয়াশিংটন। সেই বার্তাই দিয়েছেন মার্কো রুবিও।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানিয়েছে, পাঠানকোট, জম্মু, উধমপুরে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেই হামলা প্রতিহত করা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভারত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।