কিয়েভের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে দিলো পুতিনের ড্রোন

ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশ শুক্রবার (৪ জুলাই) ভোরে ছিল একটু অন্যরকম। কালো ধোঁয়ার মেঘ আচ্ছাদিত করে ছিল কিয়েভের পুরো আকাশ। রাতভর রাশিয়ার টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের প্রায় প্রতিটি জেলায় বিস্ফোরণ ঘটে। আর তা থেকেই এই মেঘের সৃষ্টি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতের হামলায় রাশিয়া ৫৫০টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৭২টি ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে।
হামলার রাতে কিয়েভে টানা আট ঘণ্টা সাইরেন বেজেছে। একের পর এক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষার গুলি এবং ড্রোনের গুঞ্জন রাতটিকে বিভীষিকাময় করে তোলে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই রাতকে “কিয়েভের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি” আখ্যা দিয়ে অবিলম্বে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আন্দ্রি সিবিহা এক্সে লিখেছেন, “পুরোপুরি ভয়াবহ এবং নির্ঘুম রাত কিয়েভে। সবচেয়ে খারাপ রাতগুলোর একটি।”

ইউক্রেনের জরুরি সেবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভে হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন, রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু ভবন ও যানবাহন পুড়ে গেছে।