ইসরায়েলি আগ্রাসনের পর ইরানে ফের বিমান চলাচল শুরু

ইসরায়েলি আগ্রাসনে আকাশপথ বন্ধ করে দেওয়ার পর আবারও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছে ইরান। আজ শুক্রবার (৪ জুলাই) থেকে তেহরানের মেহরাবাদ ও ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিমানবন্দরগুলো থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। খবর প্রেস টিভির।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, ইস্পাহান ও তাবরিজ ছাড়া ইরানের সব বিমানবন্দরে আজ থেকে প্রতিদিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। ২১ দিনের বিরতির পর আজ প্রথমরারের মতো সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড১৮১৯ ফ্লাইটটি তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইস্পাহান ও তাবরিজের বিমানবন্দরগুলো প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হওয়ার পর পুনরায় চালু হবে। এছাড়াও কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের আকাশপথ নির্দিষ্ট সময়সীমার জন্য আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে। তবে ইরানের পূর্বাঞ্চলীয় আকাশপথ কোনো বিধিনিষেধ ছাড়াই ইতোমধ্যেই ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ওভারফ্লাইটের জন্য খোলা রয়েছে।
গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপরই দেশটি তার আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। ইসরায়েলি সরকার ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। যার ফলে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বহু সাধারণ নাগরিক নিহত হন। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সরকারি, সামরিক ও শিল্প অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন যুদ্ধবিরতি ঘোষণা হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা বিমান চলাচল পুনরায় শুরু করার এই সিদ্ধান্ত নিয়েছে।