ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ভারতের রাজস্থানে দুই আসন বিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে চুরু জেলার ভানোদা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানটি রাজস্থানের সুরাটগড় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। খবর এনডিটিভির।
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, এই দুর্ঘটনায় কোনো বেসামরিক সম্পত্তি বা জানমালের ক্ষতি হয়নি। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান বাহিনী প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা নিহত পাইলটদের শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে।

চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এর আগে গত ৭ মার্চ হরিয়ানার পাঁচকুল্লায় এবং ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।
জাগুয়ার হলো একটি দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার-বোম্বার বিমান। যার এক ও দুই আসন উভয় সংস্করণেই রয়েছে। ভারতের কাছে বর্তমানে প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত।