গাজায় ‘আংশিক’ যুদ্ধবিরতির সম্ভাবনা শেষ : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির সম্ভাবনা শেষ হয়ে গেছে। আই-২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।
নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তিনি এমনটা মনে করছেন। ট্রাম্প বলেছিলেন, ‘হামাস কোনো চুক্তির জন্য প্রস্তুত নয়’।
নেতানিয়াহু আরও বলেন, আমরা সব ধরনের চেষ্টা করেছি। আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু এটা স্পষ্ট যে তারা (হামাস) আমাদের ভুল পথে চালিত করছে। তিনি আরও বলেন, তিনি আংশিক চুক্তিতে আগ্রহী নন, যেখানে শুধু কিছু জীবিত জিম্মি ও কিছু মৃতদেহ ফেরত পাওয়া যাবে।
নেতানিয়াহু বলেন, আমি সবাইকে ফেরত চাই— জীবিত ও মৃত উভয়কেই।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মিশর গাজায় ৬০ দিনের জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে।
নেতানিয়াহুর এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, হামাসের সঙ্গে আলোচনায় আপাতত কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই।