নিউইয়র্কে নাইট ক্লাবে গোলাগুলিতে নিহত ৩, আহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন এলাকার একটি নাইট ক্লাবে গোলাগুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ-এ এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা শঙ্কামুক্ত। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি। খবর নিউইয়র্ক টাইমসের।
পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, রোববার ভোর সাড়ে ৩টার দিকে ফ্রাঙ্কলিন অ্যাভিনিউয়ের ৯০৩ নম্বর বাড়ির নাইট ক্লাবে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা আটজন পুরুষ ও তিনজন নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পান। নিহত তিন পুরুষকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়, যাদের মধ্যে একজনের বয়স ২৭ ও আরেকজনের ৩৫। অন্যজনের বয়স জানা যায়নি। আহত আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের আঘাত আপাতত প্রাণঘাতী নয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
কমিশনার টিশ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি বিবাদের জের। তিনি বলেন, আজ সকালে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা এর তদন্ত করব ও কী কারণে এমনটি ঘটল তা খুঁজে বের করব।

হামলার সময় নাইট ক্লাবে উপস্থিত ৪০ বছর বয়সী মেরি দেসির জানান, তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান ও মুহূর্তেই সবাই মেঝেতে শুয়ে পড়েন। তিনি কোনোমতে তার জীবন বাঁচাতে বাইরে ছুটে বেরিয়ে আসেন, যেখানে তিনি তার বন্ধুকে হারিয়ে ফেলেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি জানতে চাই আমার বন্ধুর কী হয়েছে।
কমিশনার টিশ জানান, সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক শহরে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম সাত মাসে শহরটিতে রেকর্ড সংখ্যক কম গুলির ঘটনা ঘটেছে। তবে রোববার সকালে এই ধরনের ঘটনাকে তিনি ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রের ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।