পাকিস্তানে যৌথ অভিযানে ৮ টিটিপি সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) লোয়ার দির জেলায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর আট সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের।
পুলিশ জানায়, তিন দিন আগে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছিল। এখন পর্যন্ত আটজন সন্ত্রাসীর মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এই অঞ্চলে গত কয়েক দিন ধরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে পাঁচজন নিরাপত্তা কর্মী, দুই বছরের এক শিশু ও আরও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আপার দির ও লোয়ার দির জেলায় রোববার (২৪ আগস্ট) রাতে টিটিপির সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে পাঁচজন জঙ্গি নিহত ও সাতজন পুলিশ আহত হয়েছিল।
পুলিশের সন্ত্রাস দমন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিহত পাঁচ জঙ্গির মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে ও তাদের আফগানিস্তানে যোগসূত্র থাকতে পারে।

লোয়ার দিরের লাজবুক দারা এলাকায় আরেকটি সংঘর্ষে কোনো হতাহতের খবর না থাকলেও জঙ্গিরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। টিটিপি সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে।
২০২২ সালের নভেম্বরে টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে কেপি ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। সাম্প্রতিক হামলাগুলো মূলত পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে করা হচ্ছে। এর জবাবে সরকারও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।