লেবানন থেকে ইসরায়েলিদের প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান আউনের

লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। বাবদা প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে আউন লেবানন থেকে সরে যেতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি লেবাননের সেনাবাহিনীকে তাদের মিশন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার গুরুত্বের ওপর জোর দেন। খবর আলজাজিরার।
বৈঠকের পর কুপার ঘোষণা করেছেন, লেবাননে যুদ্ধবিরতি তত্ত্বাবধানকারী একটি কমিটি স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসবে।

আউন জানান, লেবাননের সেনাবাহিনী লিটানি নদীর দক্ষিণে ৮৫ শতাংশ এলাকায় তাদের মোতায়েন সম্পন্ন করেছে। এই মোতায়েন যুদ্ধবিরতির একটি অংশ, যা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলকে প্রত্যাহারের জন্য আহ্বান জানায়।
তবে, ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে এখনও সামরিক উপস্থিতি বজায় রেখেছে ও প্রত্যাহারের জন্য কোনো সময়সীমাও জানায়নি।