নেপালে কারফিউ জারি, সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবিলায় নেপালে কারফিউ ও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সেনাবাহিনী।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত দেশটির সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, বিকাল ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে আবার কারফিউ কার্যকর হবে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। খবর হিমালয়ান টাইমসের।
সেনাবাহিনী এ পর্যন্ত আইনশৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বিক্ষোভে প্রাণহানি ও সম্পদ ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, অরাজক উপাদান বিক্ষোভে অনুপ্রবেশ করে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস, পরিকল্পিত সহিংস হামলা এমনকি যৌন সহিংসতার চেষ্টার মতো ঘটনা ঘটাচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কারফিউ চলাকালীন শুধুমাত্র জরুরি সেবার যানবাহন—অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর গাড়ি চলাচলের অনুমতি পাবে। প্রয়োজনে নাগরিকদের নিকটস্থ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক, সরকারি কর্মচারী, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করতে অনুরোধ করেছে।
বিবৃতিতে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা প্রত্যেক নেপালির দায়িত্ব।