আইভি রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে তাঁর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আইভি রহমানের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আজ মঙ্গলবার বনানীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়াও শ্রদ্ধা জানায় আইভি রহমান পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘আইভি রহমান ছিলেন একজন নিরহংকারী রাজনৈতিক নেত্রী।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিচারিক আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে, বিচার হয়েছে। উচ্চ আদালতে আপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও আপিল নিষ্পতি শুনানি হবে অচিরেই।