পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা ঠুকলেন অক্ষয় কুমার

পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার। ছবি : ফেসবুক থেকে নেওয়া
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ কে ঘিরে এবার চমকপ্রদ বিতর্ক। সিনেমার প্রধান অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার তার সহঅভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছেন।
অক্ষয়ের অভিযোগ, শুটিংয়ের সময় বৈধ চুক্তি সই করার পরও হঠাৎ করেই পরেশ ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ান, যা ছবির শুটিং এবং প্রযোজনায় ব্যাপক ক্ষতি করেছে।
পরেশ রাওয়াল সামাজিক মাধ্যমে জানান, তাঁর সরে যাওয়ার পেছনে কোনো শিল্পবিরোধ নেই। তবে প্রকৃত কারণ প্রকাশ করেননি। এটাই নয়, এর আগে শাহরুখ খান অভিনীত ‘বিল্লু বারবার’ এবং ‘ও মাই গড ২’ ছবির শুটিং থেকেও তিনি বেরিয়ে গিয়েছিলেন।
অক্ষয় ও পরেশের এই বিরোধের কারণে ‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ভক্তরা এখন অপেক্ষায়, যে ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় ত্রয়ী আবার একসঙ্গে পর্দায় ফিরবে কি না।