‘ময়না’য় বাজল উল্লাসের ঢোল
গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর যাত্রা শুরু হলো ‘ময়না’ দিয়ে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। নাচে-গানে জমজমাট এই মিউজিক ভিডিওতে এককভাবে পারফর্ম করে চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী।সিনেমার গানের বাইরে এই প্রথম কোনো একক গানে বুবলীকে দেখা গেল পারফর্ম করতে। বড় বাজেট, ফিল্মি সেট আর পার্টি মুডের আয়োজনে নির্মিত গানটি প্রকাশের পরই দর্শক...
সর্বাধিক ক্লিক