ঈদে ৮ নায়িকা নিয়ে আসছেন মোশাররফ করিম
‘বোহেমিয়ান ঘোড়া’ আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে হইচইতে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার এই সিরিজের মূল ভূমিকায় আছে মোশাররফ করিম। সেই সাথে এই সিরিজে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।মহানগর-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক- মোশারফ করিম এতদিন হইচই-র দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস...
সর্বাধিক ক্লিক