জুটি বাঁধছেন প্রীতম-জেফার, পরিচালক শিহাব শাহীন

ফের পরিচালক শিহাব শাহীনের প্রজেক্টে নায়িকা হচ্ছেন গায়িকা জেফার রহমান। সবশেষ পরিচালকের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার আর সিরিজ নয়, পরিচালকের নতুন ওয়েব ফিল্মে কাজ করছেন জেফার রহমান।
ওয়েব ফিল্মেটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এনটিভি অনলাইনকে জানিয়েছে, শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওয়েবে নায়ক হচ্ছেন আরেক আলোচিত গায়ক প্রীতম হাসান। শিহাব শাহীন ও প্রীতম হাসান জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’ গেল বছর তুমুল সাড়া ফেলেছিল।
সূত্রটি আরও জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্ম। আসছে ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির।
জানা গেছে, রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির শুট আগামী ৪ মে ঢাকাতে শুরু হচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে।
যদিও এখনই এই কাজ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা।