আশুগঞ্জের পাগলা নদীতে মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পাগলা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নে ‘মা, মাটি ও মানুষের কথা’ নামের একটি সংগঠনের উদ্যোগে এসব পোনা অবমুক্ত করা হয়।
আজ প্রথম ধাপে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বাপ্পী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এউএনও অরবিন্দ বিশ্বাস বাপ্পী বলেন, ‘আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের পাগলা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এটি আসলেই একটি মহৎ উদ্যোগ, মহৎ কাজ। দেশকে এগিয়ে নিতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ কাজের জন্য পরিকল্পনাকারীদের অভিনন্দন জানায় ইউএনও অরবিন্দ বিশ্বাস।