সরকারের বিরুদ্ধে কথা বলতে কেন ভয় পায় তারকারা?

বলিউডের বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার, জাভেদ আখতার সম্প্রতি কপিল সিব্বালের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সরকারের বিরুদ্ধে বলিউড তারকাদের নীরবতা নিয়ে তার মতামত প্রকাশ করেছেন।
তিনি জানান, বেশিরভাগ বলিউড তারকা সরকারের সমালোচনা করতে ভয় পান, কারণ এর ফলস্বরূপ তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে এমন শঙ্কায়।
জাভেদ আখতার বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রজগতের মানুষজন সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে ভয় পান। এই ভয়ের সংস্কৃতির কারণে তারা নীরব থাকেন। যদি কেউ সরকারের বিরুদ্ধে কিছু বলে, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।’
জাভেদ আখতার আরও যুক্ত করেন, ‘আমেরিকার অভিনেত্রী মেরিল স্ট্রিপ যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, তেমনটা ভারতের শিল্পীরা সহজে করতে পারেন না। তাঁদের ভয়ের কারণে তদন্ত শুরু হতে পারে। মেরিল স্ট্রিপের বাড়িতে তো কোনো আয়কর দপ্তর হানা দেয়নি। এই ধরনের ভয় সত্যিই রয়েছে কি না, সে বিতর্কে আমি যেতে চাই না, তবে এটি এক ধরনের সন্ত্রাস যা অনেককেই মুখ বন্ধ রাখতে বাধ্য করে।’
জাভেদ আখতার স্পষ্টভাবে জানান, ‘এ ভয়টাই অনেককে মুখ বন্ধ রাখতে বাধ্য করে, কিন্তু আমি বলিউডের প্রথম সারির তারকাদের সমালোচনা করব না। আমি জানি, সবাই তাদের মতামত দিতে ভয় পায়। তবে এই পরিস্থিতি পরিবর্তন করতে কিছু করা দরকার। চলচ্চিত্রজগত মূলত একটি বিনোদন দুনিয়া হলেও, এই পেশার মানুষরা সমাজের অংশ। বাইরের পৃথিবীতে যে চাপ থাকে, তা তাঁরা ভেতরেও অনুভব করেন। পার্থক্য শুধু একটাই—তাঁদের দৃশ্যময়তা অনেক বেশি।’