ভৈরবে ইঁদুর নিধন অভিযান নিয়ে আলোচনা সভা

‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে আজ রোববার জাতীয় ইঁদুর নিধন অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ইঁদুর নিধন অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফা লাকী, সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় ইঁদুর নিধন পদ্ধতি, ইঁদুর দ্বারা বিভিন্ন কৃষিপণ্যের ক্ষয়-ক্ষতি, জাতীয় কৃষি অর্থনীতিতে ইঁদুরের ক্ষতির প্রভাব এবং ইঁদুর থেকে ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।