বসতির মাঝে ইটভাটা, বন্ধের দাবি

নওগাঁর মান্দা উপজেলার শিশইল সোনাপুরে জনবসতির মাঝে নির্মিত ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মান্দা উপজেলার শিশইল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে এসে স্কুলমাঠে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।
মান্দা থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ মোশারফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম দুলাল, কৃষক লীগের সভাপতি হাফিজ আল আশাদ রুমেল, মশিউর রহমান উত্তম প্রমুখ।
বক্তারা বলেন, জনবসতি, স্কুল ও হাসপাতালসংলগ্ন এই ইটভাটা এলাকার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অবৈধভাবে চলছে ইটভাটাটি। অবিলম্বে এই ভাটা বন্ধের দাবি জানান তাঁরা।