ময়মনসিংহে জুয়াড়িদের প্রহারে নিহত ১

ময়মনসিংহের মুক্তাগাছায় জুয়াড়িদের প্রহারে আবদুল খালেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের গোবিন্দবাড়ী কুলুরঘাট ফিশারিরপাড় এলাকায় আজ মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুক্তাগাছার দুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক এনটিভি অনলাইনকে জানান, আজ রাতে জুয়ার আসরে টাকা লেনদেন নিয়ে রাসেলের লোকজনের সঙ্গে খালেকের মারামারির ঘটনা ঘটে। এতে খালেক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রাতে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্ত করা হবে। এর পর প্রকৃত ঘটনা সম্পর্কে বলা যাবে বলে জানান তিনি।