সাবেক স্ত্রীকে অপহরণ, ভিডিওসহ যুবক আটক

সাবেক স্ত্রীকে অপহরণ করে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে পুলিশ সাজ্জাদ হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে। এ সময় পুলিশ তাঁর মুঠোফোন থেকে খদ্দেরদের সঙ্গে ওই নারীর শারীরিক সম্পর্কের পাঁচটি ভিডিও ক্লিপ জব্দ করেছে।
ওই নারীর মৌখিক অভিযোগ পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করে।
সাজ্জাদের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গ্রামে। আর ২৪ বছর বয়সী ওই নারীর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়।
ওই নারী সাংবাদিকদের জানান, ২০০৩ সালে ১২ বছর বয়সে স্বজনরা একই এলাকার এক ব্যক্তির সঙ্গে তাঁকে বিয়ে দেন। সে ঘরে তাঁর এক ছেলের জন্ম হয়। বিয়ের পাঁচ বছর পর ওই স্বামীর সঙ্গে তাঁর তালাক হয়ে যায়। এরপর ২০১২ সালে সাজ্জাদের সঙ্গে তাঁর বিয়ে হয়। সাত মাস পর তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এ অবস্থায় গত ২৯ মে সন্ধ্যায় তিনি সাভারের আশুলিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে মানিকগঞ্জ জেলার সীমান্ত এলাকা বারবাড়িয়া থেকে পাঁচ সহযোগীকে নিয়ে সাজ্জাদ ওই নারীকে অপহরণ করেন। এরপর মানিকগঞ্জ শহরের একটি বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে সাজ্জাদ তাঁকে যৌন ব্যবসায় বাধ্য করেন। বাড়ির মালিক ও প্রতিবেশীদের কাছে সাজ্জাদ তাঁকে স্ত্রীর পরিচয় দিয়ে খদ্দের ধরে আনতেন। আর আগে থেকে সাজ্জাদ ওই কক্ষের গুপ্ত স্থানে নিজের মুঠোফোনের সেট রেখে খদ্দেরের সঙ্গে ওই নারীর শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে রাখতেন। ওই ভিডিও ইন্টারনেটে ও স্বজনদের কাছে পাঠানোর ভয় দেখিয়ে তাঁকে যৌন ব্যবসায় বাধ্য করেন সাজ্জাদ।
গতকাল বৃহস্পতিবার সকালে ওই নারী বাসা থেকে পালিয়ে মানিকগঞ্জ সদর থানায় এসে এসব ঘটনার মৌখিক অভিযোগ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সাজ্জাদের মুঠোফোন সেট থেকে পৃথকভাবে পাঁচজন খদ্দেরের সঙ্গে ওই নারীর শারীরিক সম্পর্কের ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সাজ্জাদকে আটক করা হয়েছে।