শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে তাকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন রাত ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
গত ৩০ মার্চ চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়। নিহতরা হলেন- বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ। এ ঘটনায় আহত হন আরও দুজন। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও অপর সন্ত্রাসী সরোয়ার হোসেনের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে ১ এপ্রিল বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মামলায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে, যারা সরাসরি হত্যার ঘটনায় অংশ নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তামান্না শারমিন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে ৯ এপ্রিল বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ১৩ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তামান্নাসহ ৩ জনকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর তামান্না শারমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সাজ্জাদ হোসেন বর্তমানে চান্দগাঁও থানার ইট, বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলায় রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা রয়েছে।