আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ বাবা মহেশ ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে নিয়মিত অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ডিয়ার জিন্দেগি’, ‘রাজি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবুও ক্যারিয়ারের শুরুতে আলিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হতো স্বজনপ্রীতি প্রসঙ্গ। পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের মেয়ে বলেই নাকি আলিয়ার সিনেমায় এত সুযোগ। এবার আলিয়ার বাবা মহেশ ভাট এ বিষয়ে কথা বলেছেন এবং মেয়েকে স্বনির্ভর অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন মহেশ। সেখানেই পরিচালক জানিয়েছেন, তিনি নিজেও জানতেন না, আলিয়ার মধ্যে অভিনয়ের এমন প্রবল খিদে।
দ্য হিমাংশু মেহতা শোতে মহেশ ভাট বলেন, ‘আমি আলিয়াকে সিনেমায় আনিনি। ওকে নিয়ে এসেছে করণ জোহর। অভিনয়ের প্রতি আলিয়ার এত আগ্রহ আছে জানতাম না। আমি ওর মধ্যে অভিনয়ের গুণ কখনো দেখিনি। ও নিজেই অডিশন দিয়েছিল এবং ওরা যখন ওকে পছন্দ করেছিল তখন আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। তবে আজ আমি খুব খুশি যে ও একাই এতকিছু অর্জন করতে সক্ষম হয়েছে।’
তাই তিনি মনে করেন, আলিয়া নিজের ক্ষমতায় নিজেকে তৈরি করেছেন। সিনেমা ও চরিত্র নিয়ে আলিয়া ঝুঁকি নিতে পারেন বলেও দাবি মহেশের।
সামনেই আলিয়া ভাটকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমায়। এতে আলিয়া অভিনয় করেছেন একজন গোয়েন্দার চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।