মেহেরপুরে স্বামীকে হত্যার অভিযোগ, নারী আটক

মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামে এক নারীর বিরুদ্ধে তাঁর স্বামী কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আজিজুর (৩৮)। তাঁর স্ত্রী সেলিনা খাতুনকে (৩৬) আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানিয়েছে, পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রীর সঙ্গে আজিজুরের বিবাদ লেগেই থাকত। প্রথম রোজার দিন সেলিনা রাগ করে গাংনী উপজেলার কসবা গ্রামে বাবার বাড়ি চলে যান। পারিবারিক সমঝোতায় গতকাল শনিবার আবারো স্বামীর বাড়ি ফিরে আসেন তিনি। মধ্যরাতে আজিজুরের চিৎকার শুনে প্রতিবেশী ও বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
আজিজুরের পরিবারের অভিযোগ, সেলিনা লাঠি দিয়ে মাথায় আঘাত করে আজিজুরকে হত্যা করেছেন।
তবে সেলিনার দাবি, মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে খাটের ওপর থেকে পড়ে যান আজিজুল। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে হত্যা করা হয়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আজিজুরের হত্যাকারী সন্দেহে তাঁর স্ত্রী সেলিনাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে থানায় হত্যা মামলা দায়ের করবে পরিবার।