উৎসুকজনতার ভিড়ে হাসপাতালে অজিত কুমার

হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিল সিনেমার সুপারস্টার অজিত কুমারকে। আজ বুধবার (৩০ এপ্রিল) পায়ের ইনজুরি নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
অজিতের টিমের একজনের বরাতে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে দাবি করা হয়েছে, অজিত কুমার চলতি বছরে ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছেন। গত ২৮ এপ্রিল ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করতে দিল্লিতে যান ৫৩ বছরের অজিত। গত ২৭ এপ্রিল চেন্নাই এয়ারপোর্টে উৎসুক মানুষের চাপে পায়ে আঘাত পান তিনি। পরিবারসহ দিল্লি থেকে ফিরে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।
সূত্রটি ইন্ডিয়া টুডেকে আরও জানিয়েছেন, অজিতকে দেখে চেন্নাই বিমানবন্দরে উৎসুকজনতা ভিড় করে। এসময় অজিত কুমার স্যার পায়ে সামান্য আঘাত পান। তাই তাকে ফিজিওথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সন্ধ্যায় অভিনেতাকে ছেড়ে দেওয়া হতে পারে। তার স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই।