টাঙ্গাইলে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৮

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এঁরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বালিয়া গ্রামের রঞ্জু মিয়া (২৫), একই এলাকার জাকির হোসেন (২৩), টাঙ্গাইলের মধুপুর উপজেলার খোয়াজ আলী (৪০), ধনবাড়ি উপজেলার কদমতলী গ্রামের আবু বক্কার (২৪), একই উপজেলার বীরতারা গ্রামের শেখর বসাক (৪২) এবং শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার লক্ষ্মীটেংরা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী জরিনা (৪৫)।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে বিনিময় পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ আটজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি দেলোয়ার হোসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর ওই এলাকায় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।