মেহেরপুরে নারীদের আউটসোর্সিং প্রশিক্ষণ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে মেহেরপুরে নারীদের জন্য ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : রেজ আন উল বাশার
আউটসোর্সিংয়ের কাজে নারীদের সম্পৃক্ত করে তাঁদের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে মেহেরপুরে শুরু হয়েছে আউটসোর্সিং প্রশিক্ষণ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে ১৫ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। প্রশিক্ষণে আমঝুপি ও আমদহ ইউনিয়নের ৫০ জন নারী অংশ নেন।