সিঙ্গাপুর ফেরত জেএমবির দুই ‘সদস্য’ কারাগারে

রাজধানীর সবুজবাগ থেকে আটক জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের পাঁচদিন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম জিয়াউর রহমান সিঙ্গাপুরফেরত আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ পাঁচদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আনিসুর রহমান জানান, গত ১৬ অক্টোবর ঢাকার মহানগর হাকিম গোলাম নবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচদিনের রিমান্ডে পাঠায় তাঁদের।
আসামিরা হলেন দৌলত জামান ওরফে মোয়াজ আল বাঙালি ও সোহেল হাওলাদার ওরফে বেলাল হাফসী আল বাঙালি।
মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর সবুজবাগ থানা এলাকার পূর্ব রাজারবাগ এলাকা থেকে গত ১৫ অক্টোবর রাতে আসামিদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
এ সময় দুজনের কাছ থেকে দুটি পাসপোর্ট, নয়টি উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন একং সাতটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। এরপর সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।